৩ পয়েন্ট হারালো বাংলাদেশ


প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আর এতে টেস্টে ৩ পয়েন্ট হারাতে হয়েছে  টাইগারদের। সিরিজ শুরু হবার আগে বাংলাদেশের পয়েন্ট ছিলো ৬৫। কিন্তু আজ (সোমবার) সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারের পর ৩ পয়েন্ট কমে ৬২ তে আসে টাইগারদের।  

এদিকে বাংলাদেশকে হারিয়ে কপাল খুললো নিউজিলান্ডের। পাকিস্তানকে ছাড়িয়ে টেস্ট র‌্যাংকিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে তারা। ৯৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ব্ল্যাক ক্যাপসদের ২ পয়েন্ট বেড়ে ৯৮ হয়েছে।

এদিকে ১২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। অস্ট্রেলিয়া বর্তমানে ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ আফ্রিকা ১০৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
 
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ পর আইসিসি টেস্ট র‌্যাংকিং (২৩ জানুয়ারী ২০১৭)  
 
১. ভারত ১২০
২. অস্ট্রেলিয়া ১০৯
৩. দক্ষিণ আফ্রিকা ১০৭
৪. ইংল্যান্ড ১০১
৫. নিউজিল্যান্ড ৯৮(+২)
৬. পাকিস্তান ৯৭
৭. শ্রীলঙ্কা ৯৬
৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৯
৯. বাংলাদেশ ৬২(-৩)
১০.জিম্বাবুয়ে ০৫
 
এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।