ভারতের হয়ে জাদেজার প্রথম


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকার কথা ররীন্দ্র জাদেজার কাছে। এ ম্যাচে ইংলিশ ওপেনার স্যাম বিলিংসকে ফিরিয়ে নিজের ১৫০তম আন্তর্জাতিক উইকেটের মাইলফলকে পৌঁছান এই বাঁ-হাতি অর্থডক্স স্পিনার। ভারতের বাঁ-হাতি কোনো স্পিনারের যা প্রথম কীর্তি।

নিজের ১২৯তম ওয়ানডে মাইলফলক স্পর্শ করেন জাদেজা। ইডেনে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার জেসন রয় ও স্যাম বিলিংসের ব্যাটে ভর করে দুর্দান্ত শুরু করে সফরকারী ইংল্যান্ড। ১৮তম ওভারে বিলিংসকে ফিরিয়ে ৯৮ রানের জুটি ভাঙেন জাদেজা।

বুমরার হাতে ক্যাচ হওয়ার আগে ব্যক্তিগত ৩৫ রান করেন বিলিংস। অন্যপ্রান্তে ভয়ঙ্কর হয়ে ওঠা জেসন রয়কেও ফেরান জাদজা, যা তার ১৫১তম ওয়ানডে উইকেট। রয় ফেরেন ৬৫ রান করে। ইংল্যান্ড শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২১ রানের পাহাড় গড়ে।

প্রসঙ্গত, ২৫টি টেস্ট খেলা জাদেজার নামের পাশে রয়েছে ১১১ উইকেট। ৩৯টি টি-টোয়েন্টি খেলে পেয়েছেন ৩১ উইকেট। সব মিলিয়ে ১২তম ভারতীয় বোলার জাদেজা যার নামের পাশে যোগ হলো ১৫০টি ওয়ানডে উইকেট। সব দেশ মিলিয়ে এই কীর্তি আছে ৬৮ জনের।

২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জাদেজার। একই সিরিজে অভিষেক টি-টোয়েন্টিতেও। তবে টেস্ট ক্রিকেটে অভিষেক এর তিন বছর পর; ২০১২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।