ইরাকে সেনা অভিযানে ৫৩৬ জঙ্গি নিহত


প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৩ মার্চ ২০১৫

ইরাকের ফালুজার আল-কারমা এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে সেনা অভিযানে ৫৩৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমির আশ-শাম্মারি ‘আল-সুমারিয়া’ টিভি চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আল-কারমা এলাকা এখন জঙ্গিমুক্ত। যেসব অধিবাসী ওই এলাকা থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তাদেরকে নিজেদের ঘর-বাড়িতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আশ-শাম্মারি আইএসআইএলের সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে গিয়ে বলেন- ৫৩৬ জন সন্ত্রাসীর প্রাণহানি ছাড়াও আহত হয়েছে আরও ১৭ জন সন্ত্রাসী। তাদের যুদ্ধাস্ত্রবাহী ৫১টি গাড়ি এবং ৮১টি গোপন আস্তানাও ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান।

ইরাকি সেনা কমান্ডার বলেন, সন্ত্রাসীরা ওই এলাকার ২০৪টি বাড়িতে বোমা পেতে রেখেছিল। আমরা সেগুলো নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছি। এছাড়াও বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের পেতে রাখা আরো এক হাজার ৫২১টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। আল-কারমা এলাকায় সন্ত্রাসীদের বোমা তৈরির একটি কারখানাও ধ্বংস করা হয়েছে বলে জানান ইরাকের প্রভাবশালী সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমির আশ-শাম্মারি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।