‘এটা সানির পারিবারিক ব্যাপার’


প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ জানুয়ারি ২০১৭

তথ্য-প্রযুক্তি আইনে গ্রেফতার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। নাসরিন সুলতানা নামে এক নারীর সঙ্গে পরিচয় এবং ২০১৪ সালে গোপনে বিয়ে করেন আরাফাত সানি। কিন্তু বিয়ের পরও শ্বশুরবাড়ি তুলে না নেয়া, একের পর এক তাকে হুমকি দেয়া, সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের পর সানির বিরুদ্ধে মামলা করেন ওই নারী। অবশেষে পুলিশের কাস্টোডিতে যেতে হলো সানিকে। শেষ পর্যন্ত একদিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত।

আরাফাত সানির এ ঘটনায় তোলপাড় সারাদেশে। সানির গ্রেফতারের ঘটনাটিই যেন টক অব দ্য কান্ট্রি। জাতীয় দলের একজন ক্রিকেটারের এমন অপরাধ এবং তার গ্রেফতারের ঘটনা কীভাবে ঘটলো- এটাই এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কী কিছুই করণীয় নেই? তারা কী ক্রিকেটারদের নৈতিক বিষয়গুলো দেখভাল করে না?

এ বিষয়ে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জাগো নিউজকে তিনি বলেন, ‘ঘটনাটা আমরা শুনেছি। সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তবে যে ঘটনায় গ্রেফতার হয়েছে, এটা সম্পূর্ণ তার পারিবারিক ব্যাপার। এখানে আমাদের কিছুই করার নেই।’

বিসিবি কী তার বিয়ের ব্যাপারটা জানতো? জালাল ইউনুস বলেন, ‘আমাদের কাজ ক্রিকেট নিয়ে। খেলোয়াড়দের ব্যক্তিগত, পারিবারিক বিষয়গুলো তো আমরা দেখবো না। এটা দেখা আমাদের কাজও না। তারা কোথায় সম্পর্ক করছে, কোথায় বিয়ে করছে এগুলো তো তাদের নিজেদের ব্যাপার। এখানে আমাদের করার কিছুই নেই।’

সানির ব্যাপারে বোর্ডের অবস্থান কী হবে? জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘আমরা শুনেছি সে গ্রেফতার হয়েছে। পুরো ঘটনাটা আমরা এখনও জানি না। সানির পরিবারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি। ঘটনাটা পুরো জানলে কিংবা তার পরিবার থেকে যোগাযোগ করা হলে হয়তো বলতে পারবো তার পাশে থাকবো কি না কিংবা আমাদের অবস্থান কী হবে।’

তবে বিসিবির আরেক পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন সানি যদি অপরাধী হয়, তাহলে তার বিপক্ষে বোর্ডের পক্ষ থেকেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। জাগো নিউজকে তিনি বলেন, ‘শৃঙ্খলার বিষয়ে বিসিবি সব সময়ই কঠোর। বিসিবি প্রেসিডেন্ট এসব বিষয়ে কখনোই ছাড় দেন না। অপরাধ করলে শাস্তি পেতেই হবে। এর আগেও যারা অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। সানি তো আর বিশেষ কেউ নয় আমাদের কাছে। সে যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তার বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আর যদি অপরাধী না হয়, অবশ্যই সে বিসিবিকে পাশে পাবে।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।