আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে : সানির মা


প্রকাশিত: ০৭:৪২ এএম, ২২ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার আরাফাত সানিকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তার মা নারগিস আক্তার।    

আরাফাত সানি গ্রেফতার হওয়ার পর মোহাম্মদপুর থানায় সাংবাদিকদের এ কথা  বলেন তিনি।  

সানির মা বলেন, ‘ওই মেয়ে পুলিশকে ঘুষ দিয়েছে। পুলিশ এবং  ওই মেয়ের যোগসাজশে আরাফাত সানিকে ফাঁসানো হচ্ছে। আমার ছেলে নির্দোষ। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের আগে পুলিশ ঘুষ খেয়েছে কি না সেটি তদন্ত করা উচিৎ।’

পরে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকারের কাছে সানির মায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে। বিষয়টি আমলে নিয়ে আমরা তদন্ত করে দেখবো।

তখন তিনি আরো জানান, গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক তরুণী সানির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। নাসরিনের দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের অন্তরঙ্গ কিছু ছবি আরাফাত সানির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপ্লব কুমার জানান, ৫ জানুয়ারি মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে সানির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এরপর রোববার সকাল সাড়ে ৯টার দিকে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।   

জেইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।