সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে উভয় শেয়ারবাজারে সূচক পতন হয়েছে। কমেছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
সোমবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে চার হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৬ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৭১১ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩১৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ২৬৮ কোটি টাকা।
এদিন মোট ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯০টির দাম বেড়েছে, কমেছে ১৮১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭২টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকা।
এসআই/আরএস/পিআর