তরুণ-তরুণীদের প্রতারিত করতেন আটক ভুয়া সাংবাদিক
রাজধানীর ফার্মগেট এলাকা হতে আটক ভুয়া সাংবাদিক মাহমুদ হোসেন উঠতি বয়সী তরুণ-তরুণীদের বিভিন্নভাবে প্রতারিত করতেন বলে জানিয়েছেন র্যাবের পরিচালক (সিও) লে. কর্নেল মাসুদ রানা।
সোমবার দুপুরে র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এর আগে সকাল ১০টার দিকে ফার্মগেট থেকে মাহমুদ হোসেনকে আটক করে র্যাব।
কর্নেল মাসুদ রানা জানান, সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দ্বিতীয় পাতার প্রথম কলামে বাংলাদেশের স্বনামধন্য মিডিয়ার বিভিন্ন পর্যায়ে কাজের জন্য কয়েকজন লোক নিয়োগ করা হবে শিরোনামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞাপনের বিষয় নিয়ে মিডিয়া কর্তৃপক্ষ অভিযোগ দিলে র্যাব তদন্তে নামে। তদন্তে দেখা যায় মাহমুদ একজন প্রতারক। মাহমুদ মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চ্যানেলের বিভিন্ন বিভাগে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে এমন ধরনের বিজ্ঞাপন দেন বলে তিনি জানান।
র্যাব-২ এর অধিনায়ক মাসুদ রানা বলেন, ‘মাহমুদের টার্গেট মূলত তরুণ-তরুণী যারা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়াকে তাদের পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী। চাকরি প্রার্থীদের নিবন্ধন ফি বাবদ নির্ধারিত অংকের টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলেন।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন পর তিনি চাকরি প্রার্থীদের ফোন দিয়ে বলেন, তার চাকুরি হয়েছে এবং তার ফাইনাল নিয়োগের পূর্বে বিশ হতে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে।
বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার নাম ব্যবহার করে তিনি প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার মোবাইলের মেসেজ বক্স চেক করে বিকাশের মাধ্যমে বিপুল অংকের টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান অধিনায়ক মাসুদ রানা।
জেইউ/বিএ/আরআইপি