ঋণ খেলাপীদের তথ্য চেয়েছে ইসি


প্রকাশিত: ১০:২৮ এএম, ২৩ মার্চ ২০১৫

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদন্ধী প্রার্থীদের মধ্যে কেউ ঋণ খেলাপি আছে কিনা, তা জানাতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসি সচিব সিরাজুল ইসলাম অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, আইন অনুযায়ী ঋণ খেলাপিরা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তাই ঋণ খেলাপি ব্যক্তিদের যাতে নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, সে জন্য সব ব্যাংক থেকে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।

আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন বিকেল ৫টার পর বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজ উদ্যোগে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র দাখিলকারীর নাম, পিতা-মাতা বা স্বামীর নামসহ অন্যান্য তথ্য সংগ্রহ করবে। সেসব মনোনয়নপত্র দাখিলকারীর বিরুদ্ধে কোনো ঋণ খেলাপের তথ্য থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১ ও ২ এপ্রিল।

সংশ্লিষ্ট ব্যাংককে মনোনয়নপত্র বাছাইয়ের দিন অথবা তার আগেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ঋণ খেলাপি ব্যক্তির তথ্য দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুসারে, আগামী ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে মনোনয়নপত্র বাছাইয়ের দিন অথবা তার আগেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ঋণ খেলাপি ব্যক্তির তথ্য দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।