ক্যালিস-আফ্রিদিদের দলে সাকিব


প্রকাশিত: ০৮:২৩ এএম, ২১ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের বরপুত্র বলা যেতেই পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কেননা মাঠে নামলেই যে তিনি এখন একটার পর একটা রেকর্ড গড়েই যাচ্ছেন। তেমনি আজ আরও একটি মাইলফলক স্পর্শ করলেন এই অলরাউন্ডার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫০ উইকেট নিলেন তিনি।

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমদিন ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছিলেন সাকিব। সেই সঙ্গে দ্বিতীয় দিনেও গড়লেন আরও একটি রেকর্ড।   

হ্যাগলি ওভারে দ্বিতীয় দিনের শেষ সেশনে সাকিবের স্পিন ঘূর্ণিতে  পরপর দুই ওভারে পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড। সেই সঙ্গে দলকে ম্যাচেও ফেরান তিনি। নিজের পঞ্চম ওভারে প্রথম উইকেট পান সাকিব। এরপর তার ৪৫০তম শিকার হন ওয়াটলিং।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি এখন সাকিব। টেস্টে তার ১৬৪ উইকেট, ওয়ানডেতে ২২০ ও  টি-টোয়েন্টিতে ৬৭ উইকেট। বর্তমানে সব মিলিয়ে তার দখলে ৪৫১ উইকেট।

সাকিবের আগে আর মাত্র তিনজন অলরাউন্ডার এই কীর্তি গড়তে পেরেছেন। তারা হলেন ভারতের কপিল দেব, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহীদ আফ্রিদি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।