বিশ্বকাপে আর খেলছেন না অ্যাডাম মিলনে


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২৩ মার্চ ২০১৫

নিউজিল্যান্ড শিবিরে শোকের ছায়া। গোড়ালির চোটের কারণে বিশ্বকাপ ক্রিকেটের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়লেন নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনে।

দ্রুততম বোলার অ্যাডাম, ২২ গজের পিচে অনেক ব্যাটসম্যানেরই ত্রাস ছিলেন। তাঁর জায়গায় দলে নেওয়া হবে পেসার ম্যাট হেনরিকে।

সূত্র জানায়, গত দুসপ্তাহ ধরেই গোড়ালির সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে খেলার পর এই চোট আরও গুরুতর হয়ে ওঠে। গোড়ালি ফুলে যায়। তাই বাকি ম্যাচগুলোতে আর থাকতে পারছেন না নিউজিল্যান্ডের এই দ্রুততম বোলার।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপেই ৬টি ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন অ্যাডাম। তাঁর বোলিং, ব্যাটসম্যানদের কাছে একটা বাড়তি চাপ। আগামীকাল সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মিলনের অনুপস্থিতিতে বিপক্ষ দলের ব্যাটসম্যানরা যে খানিকটা চাপমুক্ত থাকবেন একথা বলাইবাহুল্য।

এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।