মুশফিক-মুমিনুল ফিরছেন শনিবার, ইমরুল রোববার


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

ইনজুরির কারণে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে পড়া বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম দেশে ফিরছেন শনিবার। তার সঙ্গী হবেন মুুমিনুল হকও। আর একদিন পর রোববার ফিরবেন ইনজুরি আক্রান্ত আরেক ক্রিকেটার ইমরুল কায়েস।

এবারের নিউজিল্যান্ড সফরটা এখনও পর্যন্ত দুঃস্বপ্ন হয়েই আছে বাংলাদেশ দলের জন্য। তবে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমের দুঃখটা হয়তো একটু বেশিই। রান করার তাড়না নিয়ে তাসমান সাগরের পারে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতেই হ্যামট্রিংয়ের ইনজুরিতে পড়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যেতে হয় তাকে।

চোট কাটিয়ে ওয়েলিংটন টেস্টে ফিরে প্রথম ইনিংসে ১৫৯ রানের ইনিংস খেলেন। কিন্তু সেই ইনিংস খেলার পথে আঙ্গুলে চোট পান তিনি। যে কারণে কিপিং এবং কি ফিল্ডিংও করা হয়নি সাদা পোশাকে বাংলাদেশের অধিনায়কের। তবে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে ওয়েলিংটন টেস্টের শেষ দিন। কিউই পেসার টিম সাউদির বাউন্সার হেলমেটে লাগলে হাসপাতালে যেতে মুশফিককে। পরে ছিটকে যান সিরিজের শেষ টেস্ট থেকে।

braverdrink
মুশফিকের আগে ওয়েলিংটনের বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেই একই পরিণতি হয় ইমরুল কায়েসের। দলীয় ৪৬ রানে ওয়াগনারের বাউন্সার পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুতরান নিতে গিয়েছিলেন তামিম। এ সময় জোড়ে দৌড়ে ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছালেও বাঁ-পায়ের ঊরুতে চোট পান ইমরুল। এরপর হাসপাতালে যেতে হয় এবং একই সঙ্গে ছিটকে যেতে হয় সিরিজ থেকেও। মুশফিকের অনপুস্থিতিতে দুর্দান্ত কিপিং করেছিলেন তিনি।

মুমিনুলের ইনজুরিটাও ওই ওয়েলিংটনেই। পাজরে বল লেগে আঘাত পেয়েছিলেন তিনি। তবে তখন সেটি ওতটা গুরুতর মনে না হলেও ব্যথা না সারায় ক্রাইস্টচার্চ টেস্ট থেকে শেষ পর্যন্ত ছিটকেই যেতে হয় তাকে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।