বিশ্বকাপের টস কয়েন কেনার সুযোগ দিচ্ছে আইসিসি


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২৩ মার্চ ২০১৫

বিশ্বকাপে ব্যবহৃত বিশেষ টস কয়েন কেনার সুযোগ পাচ্ছেন সংগ্রাহকরা। ২০১১ বিশ্বকাপের ন্যায় এবারও ক্রিকেট স্যুভিনিয়র সংগ্রাহকদের জন্য এ সুযোগটি করে দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে ৪৯টি ম্যাচে ব্যবহৃত আসল ৪৯টি কয়েনের জন্য সংগ্রাহকদের অংশ নিতে হবে নিলাম অনুষ্ঠানে।

অস্ট্রেলিয়া -নিউজিল্যান্ড বিশ্বকাপে ব্যবহৃত বিশেষ কয়েন ছাড়াও নিলামে তোলা হবে, ম্যাচ রেফারির স্বাক্ষর যুক্ত আসল স্কোর কার্ড। এছাড়াও,বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে চারটি কোয়ার্টার ফাইনাল,সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচে ব্যবহৃত বলগুলো। ২০১৫ বিশ্বকাপের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রতিটি কয়েনে খোদাই করা রয়েছে অংশগ্রহণ কারী দুই দল ও ম্যাচের জন্য নির্দিষ্ট দিন তারিখ।

তবে,বিশ্বকাপের বিশেষ এই কয়েনের জন্য চাইলেই সরাসরি নিলামে অংশ নেয়া যাবে না। নিলামে অংশ নেয়ার আগে আগ্রহীকে আইসিসির নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রি করতে হবে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।