অ্যালট-স্নোর পর কামরুল


প্রকাশিত: ০৯:২৯ এএম, ২০ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ এক কীর্তি গড়েছেন কামরুল ইসলাম রাব্বি। একটি রেকর্ডে জিওফ অ্যালট ও জন স্নোর পরই উঠে গেছে বাংলাদেশি এই ক্রিকেটারের নাম। কী সেই কীর্তি?

বাংলাদেশ দল যখন শেষের দিকে উইকেট হারাচ্ছিল, তখনই দশ উইকেটে নেমে ধৈর্যের পরিচয় দিয়েছেন কামরুল। ৬৩ বল খেলে করেছেন মাত্র দুই রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬০ বা তার বেশি বল মোকাবেলা করে কম রান করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে রাব্বির অবস্থান তৃতীয়।

braverdrink
এর আগে ১৯৯৯ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এক টেস্টে ৭৭ বল খেলে কোনো রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জিওফ অ্যালট। আর ১৯৬৮ সালে গায়ানা টেস্টে ইংল্যান্ডের জন স্নো ৬০ বল মোকাবেলা করে ১ রান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার এই ইনিংসটা অবশ্য কার্যকর ভূমিকা রেখেছিল ইংল্যান্ডের নাটকীয় ড্রয়ে।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।