শচীনকে ছাড়িয়ে গেলেন যুবরাজ


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২০ জানুয়ারি ২০১৭

পঞ্চাশ ওভারের ক্রিকেটে শেষবার তিন অঙ্ক ছুঁয়েছিলেন প্রায় ছয় বছর আগে। এছাড়া চলতি সিরিজের আগে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন তিন বছর আগে, ২০১৩ সালে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ৩৫ বছর বয়সী যুবরাজের নাম থাকা নিয়ে সমালোচনাও কম হয়নি। প্রথম ম্যাচে মাত্র ১৫ রানে আউট হওয়ার পর হয়তো সমালোচকরা হয়তো ওত পেতেছিলেন। দ্বিতীয় ম্যাচে সেই জবাবটা যুবি দিয়ে দিলেন ব্যাট হাতেই।
   
বাঁহাতি এ ব্যাটসম্যান বৃহস্পতিবার কটকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি, খেললেন ১২৭ বলে ২১টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ১৫০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। এই ইনিংস খেলার পথে অনন্য এক রেকর্ডও গড়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে কোনো ভারতীয় ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের হিসেবে শচীন টেন্ডুলকারকে টপকে গেলেন যুবি। ইংল্যান্ডের বিপক্ষে ৩৭ ইনিংসে ১৪৫৫ রান করেছিলেন শচীন। দুই ইনিংস কম খেলে যুবরাজ নামের পাশে যোগ করলেন ১৪৭৮ রান।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।