শচিনের জার্সির দাম ৬ লাখ রুপি!


প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২২ মার্চ ২০১৫

বলা হয়ে থাকে ভারতে তেত্রিশ কোটি দেব-দেবীর সবশেষ সংযোজন ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকার। ভারতের ঘরে ঘরে শচিন এতটাই আদরের, শ্রদ্ধার একটি নাম। শুধু ভারতেই নয়, যে ক’জন ক্রিকেট ব্যক্তিত্ব তাদের প্রতিভায় দেশ-কালের রেখা অতিক্রম করে সর্বজন শ্রদ্ধেয় হয়েছেন বলে মনে করা হয়, শচিন তাদের একজন।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তার জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, সম্প্রতি এক নিলামে তা-ই প্রমাণ হয়ে গেল। তার একটি জার্সির দাম উঠলো ছয় লক্ষ ভারতীয় রুপি।

যোধপুরের উমেদ ভবন প্যালেসে শনিবার বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি নিলামে তুলেছিল এই জার্সি।

এই জার্সি পরেই শচিন মুম্বাইয়ে তার ক্যারিয়ারের ২০০তম টেস্ট ম্যাচটি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ‘লিটল মাস্টার`-এর জীবনের এই স্মরণীয় ম্যাচের জার্সি একটু চড়া দামে বিকোবে, তাতে আর আশ্চর্য কি!

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।