জয়দেবপুরে পেট্রলবোমাসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০২:২৪ পিএম, ২২ মার্চ ২০১৫

গাজীপুরের জয়দেবপুর থেকে নাশকতার চেষ্টাকালে ছয়টি পেট্রলবোমাসহ দুই নাশকতাকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার বিকেল সাড়ে ৫টায় র‌্যাব ১ সদস্যরা জয়দেবপুর তেলীপাড়া এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, জয়দেবপুর থানার রাফিউল আলম (১৮) ও একই থানার বারবৈকা এলাকার মো. সঙ্গীত (১৮)।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এডি মোঃ জিয়াউর রহমান এবং এসিপি মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে তেলীপাড়া এলাকায় ওয়ালটন শো-রুমের সামনে অভিযান চালায়। এসময় ছয়টি পেট্রলবোমাসহ তাদেরকে আটক করে।

আটককৃতরা জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে পেট্রলবোমা সরবরাহ করে আসছে বলে জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।