দেশে ফিরলো টাইগাররা


প্রকাশিত: ০১:৫২ পিএম, ২২ মার্চ ২০১৫

বিশ্বকাপের ১১তম আসরে অংশ নিয়ে বীরের বেশে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দু’মাসের সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফিরে টাইগাররা। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফিদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।

কোয়ার্টার-ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। শুধু লক্ষ্যই পূরণ হয়নি। বিশ্বকে চমকে দেয়ার মত পারফরমেন্স করেছে টাইগাররা। ইংল্যান্ডের মত দলকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নাম লেখায় মাশরাফির দল।

পুল পর্বে ৬ খেলায় ৩টি জয়, ২টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কল্যাণে ৭ পয়েন্ট সংগ্রহে নিয়ে পুল ‘এ’-থেকে চতুর্থস্থানে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠে বাংলাদেশ। কিন্তু শেষ আটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কাছে বিতর্কিত ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় টাইগাররা। আম্পায়ারদের ইচ্ছাকৃত ভুলের পরও বিশ্বকাপ থেকে মাথা উঁচু করেই বিদায় নেয় বাংলাদেশ।

বিমান বন্দরে পা রেখে সাংবাদিকদের বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেন, বিশ্বকাপে আমরা ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপে এমন সাফল্য দেশের মানুষের জন্য সম্ভব হয়েছে। দলের সবাই নিজেদের সেরা পারফরমেন্স দেয়ার চেষ্টা করেছে। ভালো খেলার ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার আশা করি।

এদিকে টাইগারদের স্বাগত জানাতে রোববার বিকেল থেকেই হাজারো ভক্ত ভীড় জমায় বিমানবন্দরে। বিমানবন্দর সড়কের দু`পাশে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয় ক্রিকেটপ্রেমীরা। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আবাল-বৃদ্ধ বনিতার ঢল নামে টাইগারদের বরণ করতে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।