আইসিসি হলো ইন্টারন্যাশনাল ক্রাইম কাউন্সিল
ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে সমালোচনায় সারাবিশ্ব। এবার এ সমালোচনার রোষ আরো একটু বাড়িয়ে দিলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
আইসিসিকে তিনি বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া-ই (বিসিসিআই) বলে মন্তব্য করেছেন। রানাতুঙ্গা বলেছেন, ‘আইসিসি বলতে আর কিছু নেই। যা আছে তা হল বিসিসিআই। এটা এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই। এটা হল ইন্টারন্যাশনাল ক্রাইম কাউন্সিল।`
অর্জুনা রানাতুঙ্গার মতে, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা হলেন পুতুলের মত। আর আইসিসি হল স্রেফ নখদর্পহীন বাঘ।
আইসিসির বিরুদ্ধে রানাতুঙ্গার ক্ষোভ নতুন নয়, বেশ আগ থেকেই তিনি সোচ্চার আইসিসির নানারকম কর্মকাণ্ডে। আইসিসির ‘দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের’ ইঙ্গিত দিয়ে আগেও সমালোচনা করেছিলেন এই ক্রিকেটার। চলতি বছরের শুরুতেই আইসিসি ও বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) সমালোচনা করেছিলেন তিনি। এরপর বাংলাদেশ-ভারত ম্যাচের পর আম্পায়ারদের পাশাপাশি আইসিসিকে একহাত নিলেন শ্রীলঙ্কা এই ক্রিকেটার।
আরএস