বাংলাদেশের ক্রিকেটের উচ্ছ্বসিত প্রশংসায় আকরাম-শোয়েব


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। পাকিস্তানেরই একটি টিভি চ্যানেলে ক্রীড়া বিষয়ক আলোচনায় একই সঙ্গে অংশ নিয়েছিলেন এই দুই ক্রিকেট গ্রেট।

সঞ্চালকের সঙ্গে ছিলেন আরও দু’জন আলোচক। এ সময় সঞ্চালক ওয়েলিংটন টেস্টের কথা তুলে ধরলে বাংলাদেশের ক্রিকেটকে প্রসংশার বানে ভাসান ওয়াসিম আকরাম ও শোয়েব আক্তার।

এসময় ওয়াসিম আকরাম বলেন, ‘হার-জিত খেলারই অংশ। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে তারা সবার হৃদয় জয় করে নিয়েছে।’  

সকিব আল হাসান এবং মুশফিকুর রহীমের ব্যাটিংয়ের প্রসংশা করেন চার আলোচকই। ১৬০ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ে যাওয়ার পর পঞ্চম উইকেটে সাকিব-মুশফিকের ৩৫৯ রানের জুটিতে যে মুগ্ধ আকরাম, তা বারবার উল্লেখ করেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

বাংলাদেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নের প্রশংসা করেতেও ভুল করলেন না তারা। এ সময় শোয়েব আখতার মাশরাফি বিন মর্তুজার প্রসঙ্গও তুলে আনেন। হাথুরু সিংহে দায়িত্ব নেয়ার পর টেস্ট ও ওয়ানডে-টিয়োন্টির দায়িত্ব দুই অধিনায়কের উপর তুলে দেয়া হয়। এরপরই মাশরাফির অসাধারণ নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা বদলে যাওয়ার শুরু বলে বিশ্বাস করেন শোয়েব।

বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মানসিকতাও যে এখন বদলে গেছে অনুষ্ঠানে সবাইকে সরণ করিয়ে দেন তারা।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।