বিমানবন্দরে টাইগার ভক্তদের অপেক্ষা


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২২ মার্চ ২০১৫

বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরছে টাইগাররা। রোববার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা মাশরাফিদের। এদিকে মাশরাফিদের বরণ করতে বিকেল থেকেই ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে বিমানবন্দরে ভিড় জমিয়েছেন ভক্তরা।

গতকাল শনিবার মেলবোর্ন থেকে রওয়ানা দিয়েছেন মাশরাফি অ্যান্ড কোং। মাঝে দুবাইতে যাত্রা বিরতি। এরপর আবারও দেশের উদ্দেশ্যে বিমানে চেপে বসবে বাংলাদেশের ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিতৃর্কিত ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। হেরে গেলেও টাইগারদের পারফরম্যান্সে দেশের মানুষের হৃদয়-মন জয় করে নিয়েছে। এ কারণেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিজয়ী বীরদের বরণ করে নিতে বিমানবন্দরে ঢল নেমেছে জনতার।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টা কিংবা সাড়ে ৭টা দিকে মাশরাফিদের বিমান বন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। তবে সেই বিকেল থেকেই নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে জড়ো হতে থাকে সমর্থকরা।

উল্লেখ্য, বিশ্বকাপের উদ্দেশ্যে প্রায় দুই মাস আগে দেশ ছেড়ে যান ক্রিকেটাররা। বিশ্বকাপের বিশ্ব আসরে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে শুরু। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, শ্রীলংকার কাছে হার, স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করে জয়, ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারেরমত কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ, মাহমুদুল্লার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, নিউজিল্যান্ডের সঙ্গে সমানতালে লড়াই করার পর কোয়ার্টারে ষড়যন্ত্রের কারণে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।