বিশ্বকাপে ব্যাটে বলে শীর্ষে যারা


প্রকাশিত: ১১:৩০ এএম, ২২ মার্চ ২০১৫

১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেট আসর এখন শেষ পর্যায়ে। সেমি ফাইনালের চারটি খেলা শেষে ২৯ এপ্রিল মেলোবোর্নে ফাইনাল, এর মধ্য দিয়েই নির্ধারিত হয়ে যাবে আগামী বছরের জন্য শ্রেষ্ঠ কারা।

গ্রুপ পর্বের বাছাই আর কোয়ার্টার ফাইনালের লড়াই, সব মিলিয়ে সংখ্যায় কারা এগিয়ে আছে বিশ্বকাপ ক্রিকেটের এই আসরে? চোখ বুলিয়ে নেওয়া যাক।

ব্যাট হাতে এগিয়ে যারা

ব্যাট হাতে একাই চারটি রেকর্ড গড়েছেন লঙ্কান খেলোয়াড় কুমার সাঙ্গাকারা।

বিশ্বকাপ ক্রিকেট আসরে লঙ্কান এই ব্যাটসম্যান এখন পর্যন্ত সর্বোচ্চ রানের অধিকারী। তার সংগ্রহ ৫৪১ রান। চলতি বিশ্বকাপ আসরে গড় রান সংগ্রহকারী হিসেবেও শীর্ষে আছেন সাঙ্গাকারা। তার গড় রান ১০৮.২০। সর্বোচ্চ শতকের রেকর্ডটিও তার। এই বিশ্বকাপ আসরে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। ৫৭ টি চারের মার মেরে সর্বোচ্চ বাউন্ডারি রেকর্ডও করেছেন তিনি।

তবে দক্ষিণ আফ্রিকার সাথে হেরে বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে লঙ্কানরা। অবসরে যাওয়ার আগে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটি ছিল তারকা এই খেলোয়াড়ের শেষ ম্যাচ।

সর্বোচ্চ স্ট্রাইকের রেকর্ডটা রয়েছে ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেলের। চলতি বিশ্বকাপে ১৮৫.৭১ এই হারে বোলারদের পিটিয়েছেন তিনি। যদিও কিউইদের কাছে হেরে ইতিমধ্যেই বাড়ির পথ ধরেছে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় সবার ওপরে লেখা রয়েছে মার্টিন গাপটিলের নাম। নিউজিল্যান্ডের এই খেলোয়াড় ক্যারিবীয়দের বিপক্ষ ম্যাচে অপরাজিত ২৩৭ রানের বিশাল এক ইনিংস খেলেন। এটি বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ডটির মালিক পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। চারটি অর্ধশতক তাকে এই উচ্চতায় নিয়ে গেলেও কোয়ার্টার ফাইনালে অজিদের কাছে হেরে ইতিত্মধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান।

সর্বোচ্চ ছক্কার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। হার্ড হিটার গেইল ২৬ টি ছক্কা হাকিয়েছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

বল হাতে এগিয়ে যারা

বল হাতে চলতি বিশ্বকাপ আসরে সর্বোচ্চ উইকেট শিকারির নাম ট্রেন্ট বোল্ট। এই ব্ল্যাক ক্যাপসের শিকার মোট ১৯ টি। এছাড়াও সর্বোচ্চ মেইডেনের রেকর্ডও গড়েছেন বোল্ট। কোয়ার্টার ফাইনাল শেষ করা এই কিউইর রয়েছে ১৪ টি মেইডেন ওভার।

বেস্ট ইকোনমির রেকর্ড গেছে অজি বোলার মাইকেল ক্লার্কের কাছে। তার ইকোনমি রেট ২.৮০।

সবচেয়ে ভালো বোলিং ফিগার দেখতে চান। তাহলে টিম সাউদির রেকর্ডটি দেখুন। ৩৩ রান দিয়ে তার শিকার ৭ উইকেট, বিপক্ষ ইংল্যান্ড।

বেস্ট বোলিং এভারেজ অজি পেসার মিচেল স্টার্কের, ৯.৭৭। মোস্ট ফোর উইকেট নামে আরেকটি ক্যাটাগরিতেও এগিয়ে বাঁহাতি এই পেসার। বিশ্বকাপ চলতি আসরে দুটি ম্যাচে তিনি একাই নিয়েছেন চার উইকেট করে।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।