ইমরুল কায়েসের উরুর টিস্যু ছিঁড়ে গেছে
ইনজুরিতে আক্রান্ত এখন যেন পুরো বাংলাদেশ দল। মুশফিকের মাথায় বলের আঘাতের কারণে ইতিমধ্যেই ডাক্তাররা তাকে চার দিনের বিশ্রাম নিতে বলে দিয়েছেন। তবে শুধু অধিনায়ক মুশফিকুর রহীম একা নন। দ্বিতীয় ও শেষ টেস্টে অনিশ্চিত ইমরুল কায়েসও।
উরুর সমস্যা নিয়ে শেষ দিন খুঁড়িয়ে খুড়িয়ে দলের প্রয়োজনে ব্যাট হাতে নেমেছিলেন এ বাঁ-হাতি ওপেনার। খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুক্ষণ ব্যাটিংও করেছেন; কিন্তু বোঝা গেছে তার কষ্ট হচ্ছিল।
এদিকে শেষ খবর ইমরুলের উরুতে সত্যি সমস্যা আছে। আল্ট্রা সাউন্ড স্ক্যানে উরুতে একটা সমস্যা ধরা পড়েছে। ফিজিও ডিন কনওয়ে তাকে পর্যবেক্ষণে রেখেছেন। দুপুরে ক্রাইস্টচার্চ পৌঁছানোর ঘণ্টা দুয়েক পর বিকেলে ইমরুল কায়েসের আল্ট্রা সাউন্ড স্ক্যান করা হয়।
মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের দেয়া তথ্য অনুযায়ি, ইমরুল কায়েসের উরুতে আল্ট্রা সাউন্ড স্ক্যানের রিপোর্টে উরুর মাসলের একটা টিস্যু ছিঁড়ে যাবার কথা বলা হয়েছে।
তবে ফিজিও ডিন কনওয়ে এখনই ইমরুলের বিষয়ে নেতিবাচক চিন্তায় যেতে রাজি নন। তাকে আরও দুুদিন পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার আবার অবস্থা খুঁটিয়ে দেখা হবে। তারপরই হয়তো বোঝা যাবে, তার পক্ষে খেলা সম্ভব কি, সম্ভব না?
তবে ধারনা করা হচ্ছে মুশফিকের মত এ বাঁ-হাতি ওপেনারেরও ক্রাইস্টচার্চ টেস্ট খেলার সম্ভাবনা খুব কম। এদিকে বুকের হাঁড়ে ব্যাথা পাওয়া মুমিনুল হকের বুকেও আজ এক্স-রে করা হয়েছে। তার এক্স-রে রিপোর্ট জানা যাবে আগামীকাল।
বুধবার মুমিনুলের এক্স-রে রিপোর্ট পাওয়ার পর এ বাঁহাতি টপ অর্ডারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ফিজিও ডিন কনওয়ে।
এআরবি/আইএইচএস/জেআইএম