বল করলেন ওয়ার্ন ব্যাট করলেন জকোভিচ (ভিডিও)


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

একদিকে ক্রিকেট কিংবদন্তী অস্ট্রেলিয়ান সাবেক স্পিনার শেন ওয়ার্ন আর অপরদিকে বর্তমান টেনিস জগতের অন্যতম সেরা তারকা নোভাক জকোভিচ। দুই জগতের দুই ভিন্ন তারকা। দু’জন যদি একে অপরের খেলাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে কেমন হবে?

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জকোভিচ এখন অবস্থান করছেন মেলবোর্ণে। সেখানে গিয়ে শেন ওয়ার্নের সঙ্গে দেখা হলে তার সামনে ব্যাট নিয়ে দাঁড়িয়ে যাওয়ার লোভ কিভাবে সামলাবেন জোকার! পারলেনও না। সত্যি সত্যি টেনিসের র্যাকেট ছেড়ে তিনি ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নের সামনে।  

তবে ক্রিকেটের কোনো মাঠে নয়। শুধু তাই নয়, ১৬ আউন্সের কাঠের তৈরি বল দিয়েও নয়। শেন ওয়ার্ন বল করলেন টেনিস বল দিয়ে; তাও আবার টেনিস কোর্টে। কোর্টের নীল টার্ফে তার র্যাকেটের সাঁড়াশী আক্রমণে উড়ে গেছেন কত নামি-দামি টেনিস তারকারা। সেখানে শেন ওয়ার্ন কী পারবেন? কিন্তু খেলাটি যেহেতু ক্রিকেট, সেটা যেখানেই হোক না কেন, জিতলেন ওয়ার্নই।

Djokovic
নিচক বিনোদনের জন্যই আয়োজন করা হয়েছে টেনিস এবং ক্রিকেটের এই দুই তারকার প্রদর্শণী ক্রিকেট, ‘অ্যা নাইট উইথ জকোভিচ’-এর। মূলতঃ সার্বিয়ার একটি দাতব্য সংস্থার আয়জনের এ মজার এই ইভেন্টটির আয়োজন করা হয় দুই ভিন্ন জগতের বাসিন্দাকে নিয়ে।

সোমবার থেকে মেলবোর্ণে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচই। তবে টুর্নামেন্ট শুরুর আগে নিজের অস্ত্র পরিবর্তন করেন জোকার। ‘অ্যা নাইট উইথ জকোভিচ’-এ ওয়ার্নের ঘূর্ণির সামনে ব্যাট হাতে দাঁড়ান তিনি। নিজের পরিচিত কোর্টে ওয়ার্নের প্রথম বলেই সজোরে ব্যাট চালালেন জকোভিচ; কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হলেন। ফলে যা হবার তাই হয়। বোল্ড হয়ে যান টেনিস তারকা।

জকোভিচকে আউট করার পর ওয়ার্ন বলেন, ‘তোমার জন্য আরও পাঁচটি সুযোগ। এর মধ্যে তোমাকে অন্তত একটা বলে হিট করতে হবে।’ জকোভিচেরও কড়া জবাব, ‘আমি তোমার কাছ থেকে আরও জোরে বল আশা করেছিলাম।’

Djokovic
জকোভিচের দেশ সার্বিয়ায় ক্রিকেট প্রচলিত কোন খেলা নয়। ক্রিকেট বল কিংবা ব্যাট হাতে পুরো দেশ ঘোরা হলেও হয়তো দু’একজনের দেখা মিলবে যারা ক্রিকেট সম্পর্কে জানেন। তবে একজন বিশ্বমানের অ্যাথলেট হিসেবে ক্রিকেট সম্পর্কে জানেন জকোভিচ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে নিয়মিত খেলার কারণেই অবশ্যই এ খেলা সম্পর্কে জানেন তিনি। এবার নিজেই কিংবদন্তী স্পিনারের সামনে দাঁড়ালেন ব্যাট হাতে। ব্যাট করার আগে অবশ্য ওয়ার্নের কাছ থেকে লেগ স্পিনের দীক্ষা নিতেও দেখা গেছে জোকারকে।

উল্লেখ্য, স্পেনের ফের্নান্দো ভেরদাস্কোকে সরাসরি সেটে হারিয়ে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন নোভাক জকোভিচ।



আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।