বাংলাদেশকে র‌্যাংকিংয়ে আটে ঠেলে দেবে পাকিস্তান!


প্রকাশিত: ১১:১৯ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ার মাটিতে গত ১২ বছরে কোনো জয় পায়নি পাকিস্তান। তারাই কি না সিডনিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল গত রোববার। নিয়মিত অধিনায়ক আজহার আলী অনুপস্থিতিতে যেন পাকিস্তানিদের জন্য ভাগ্য নিয়েই হাজির হন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ হাফিজ। পার্থে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও ইনজুরির কারণে খেলতে না পারার সম্ভাবনা রয়েছে আজহার আলির। তার পরিবর্তে অধিনায়ক হাফিজই। পার্থেও কী তবে জিতে যাবে পাকিস্তান?


পার্থে তারা ওই ম্যাচ জিতলেই র‌্যাংকিংয়ে এক ধাপ উত্তরণ ঘটবে পাকিস্তানের। বাংলাদেশকে আট নম্বরে ঠেলে দিয়ে উঠে যাবে র‌্যাংকিংয়ের সাত নম্বরে। পার্থে তারা যদি পাকিস্তানকে হারাতে পারে, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯২। এখন তাদের পয়েন্ট রয়েছে ৯০। বাংলাদেশের পয়েন্ট হলো ৯১। অথ্যাৎ পার্থে জিতলে ১ পয়েন্ট বেড়ে যাবে পাকিস্তানিদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৫। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে ৪টি গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায় বাংলাদেশ। ৯৫ থেকে কমে পয়েন্ট দাঁড়িয়েছে ৯১-এ।

প্রায় দেড় বছর আগেই ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ের আট নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। ওয়ানডেতে সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ উঠে এসেছিল আরও ১ ধাপ উপরে। অর্থ্যাৎ, সাত নম্বরে। যার ফলে বাংলাদেশ এ বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে।

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে চলতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে। অন্যথায় বাছাই পর্ব খেলেই তবে বিশ্বকাপের মূল পর্বে নাম লেখাতে হবে টাইগার বাহিনীকে। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।