জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বইমেলার উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শনিবার ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেন, আর্টস এ্যান্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. কামরুল আহসান, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অনিরুদ্ধ কাহালি এবং বইমেলার আহ্বায়ক ড. রেজাউল করিম তালুকদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জাবি বাংলা বিভাগের বাংলা সংসদের উদ্যোগে ক্যাম্পাসে নতুন আর্টস বিল্ডিংয়ের সামনে এ মেলার আয়োজন করা হয়। মেলায় জাবি বাংলা বিভাগের শিক্ষক ও ছাত্রদের লেখা বই প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
আরএস/পিআর