পুরস্কার পেলেন বিতর্কিত গোল্ড


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২১ মার্চ ২০১৫

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিলেও সেমিফাইনালে আম্পায়ারিং এর দায়িত্ব পেয়েছেন ইয়ান গোল্ড। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে এক নির্লজ্জ সিদ্ধান্ত দেন তিনি। যা গোটা বিশ্বের কাছে বিতর্ক বিষয় হয়ে গেছে।

ক্রিকেটের অনেক কিংবদন্তী যেখানে এ ইংলিশ আম্পায়ারের তীব্র সমালোচনা করেছেন। বাংলাদেশের বিপক্ষে তার নেয়া সিদ্ধান্তকে ‘বাজে’ হিসেবে উল্লেখ করেছেন সেখানে আইসিসির দৃষ্টিতে তিনি হলেন সেমিফাইনাল পরিচালনার যোগ্য।

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সেমিফাইনালে ফিল্ড আম্পায়ার মনোনিত হয়েছেন এ বিতর্কিত গোল্ড। ২৪ মার্চ অকল্যান্ডে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে ইয়ান গোল্ডের সঙ্গে থাকবেন রড টাকার। তৃতীয় আম্পায়ার নাইজেল লং, চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। এচাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিন বুন।

অন্যদিকে ২৬ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত সেমিতে মাঠে দায়িত্বে থাকবেন আম্পায়ার কুমার ধর্মসেনা ও রিচার্ড কেটেলবার্গ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার থাকবেন যথাক্রমে মারাইস এরাসমাস, রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

তবে বাংলাদেশ-ভারতের ঐ ম্যাচে আরেক বিতর্কিত আম্পায়ার পাকিস্তানের আলিম দারের জায়গা হয়নি সেমিফাইনালের কোনো ম্যাচে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।