‘মুশফিক ভাল আছেন কথাও বলেছেন’


প্রকাশিত: ০১:০৪ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

সাউদির বাউন্সারে বল থেকে চোখ সরিয়ে মাথা ও শরীর ঘুরিয়ে হেলমেটের পিছনের অংশে মাথায় আঘাত পাওয়া মুশফিকের অবস্থা কি বেশি গুরুতর?

শুরুতে তাই মনে হচ্ছিল। কারণ দুই দলের ফিজিও তাৎক্ষনিক যেভাবে ছুটে গেলেন মাঠে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিমকে দেখা গেল তাদের সঙ্গে। এরই মধ্যে আম্পায়ারের অনুমতি নিয়ে মাঠে ঢুকল অ্যাম্বুলেন্স।

Babu-Vaiতাৎক্ষণিক কয়েক মুহূর্ত পর্যবেক্ষণের পর মুশফিকুর রহীমকে পাঠিয়ে দেয়া হলো ওয়েলিংটন হাসপাতালে। তবে কি আঘাত খুব গুরুতর- এই ধারনা বা শঙ্কার মধ্যে সবাই? সবার মনেই ২ বছর আগে ঘটে যাওয়া ফিল হিউজের স্মৃতি ভেসে উঠতে লাগলো।

প্রথমে তেমনটা মনে হলেও শেষ খবর যেটা সেটা হলো- খুব বেশি গুরুতর নয়। আসলে মুশফিককে হাসপাতালে পাঠানো হয়েছে সিটিস্ক্যান করার জন্য। আঘাত গুরুতর কিনা তা খুঁটিয়ে দেখার জন্য।

মাঠে যাওয়া তামিম ইকবাল জানালেন, চিন্তার কারণ নেই। মুশফিক ভাল আছে। জ্ঞান আছে। জ্ঞান হারায়নি। কথাও বলেছে। তারপরও যেহেতু মাথার ইনজুরি। তাও পিছনের অংশে। তাই কোনরকম ঝুঁকির মধ্যে না গিয়ে তাকে যত দ্রæত সম্ভব হাসপাতালে পাঠানো হয়েছে। সেটা মূলতঃ সতর্কতামুলক মানসিকতা থেকে। হাসপাতালে সিটিস্ক্যান করা হলেই সব পরিষ্কার হয়ে যাবে।
braverdrink
এদিকে বাংলাদেশের সাংবাদিকদের কাছে এসে তামিম বললেন, আপনাদের কারো কাছে মুশফিকের আব্বু নাম্বার আছে? তাকে জানিয়ে দেন, আঘাত গুরুতর নয়। মুশফিক ভাল আছে। জ্ঞান হারায়নি। আশা করি সুস্থ হয়েই ফিরে আসবে।
 
এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।