সেমিতে নেই আলিম দার


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২১ মার্চ ২০১৫

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণাকারী আম্পায়ারের মধ্যে সেমিফাইনালে দায়িত্ব পাননি পাকিস্তানি আম্পায়ার আলিম দার। তবে অপর আম্পায়ার ইয়ান গোল্ড দায়িত্ব পেয়েছেন প্রথম সেমিতে।

শনিবার আইসিসি প্রকাশিত সেমির আম্পায়ার লিস্টে নাম নেই আলিম দারের। ২৪ মার্চ অকল্যান্ডে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে আম্পায়ার থাকবেন ইয়ান গোল্ড ও রড টাকার। তৃতীয় আম্পায়ার নাইজেল লং, চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারি থাকবেন ডেভিন বুন।

২৬ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত সেমিতে মাঠে দায়িত্বে থাকবেন আম্পায়ার কুমার ধর্মসেনা ও রিচার্ড কেটেলবার্গ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার থাকবেন যথাক্রমে মারাইস এরাসমাস, রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দারের পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের বিষোদাগার করেছে ক্রিকেট দুনিয়া। নো বল ডেকে রোহিত শর্মাকে জীবন পাইয়ে দিয়েছিলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।