আমলার শততম টেস্টে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট তিন দিনেই জিতে নিল দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সফরকারী দল হারলো ইনিংস ও ১১৮ রানের বড় ব্যবধানে।

দক্ষিণ আফ্রিকার ৪২৬ রানের জবাবে আজ শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩১ রানে। ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসও শেষ ১৭৭ রানে। ফলে হাশিম আমলার শততম টেস্টে হোয়াইটওয়াশ হলো অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।

আগের দিনের ৪ উইকেটে ৮০ রান নিয়ে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই গুটিয়ে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও দাঁড়াতে পারেনি দলটি। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৫০ করেছেন ওপেনার করুনারত্নে।

এর আগে জেপি ডুমিনি (১৫৫) ও হামিশ আমলার (১৩৪) সেঞ্চুরিতে ৪২৬ রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা তার শততম টেস্টে সেঞ্চুরি পাওয়ার পর এবার দলের পক্ষ থেকে বড় জয় উপহার পেলেন। ম্যাচ সেরা হয়েছেন জেপি ডুমিনি।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।