স্বল্প মেয়াদে দুই বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাফুফে


প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭

বাংলাদেশকে ভুটান-লজ্জা দিয়ে দায়িত্ব ছেড়ে চলে গেছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। তার পর থেকেই বাফুফে মামুনুলদের জন্য কোচ খুঁজছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির জন্য একজন প্রধান কোচ নিয়োগ দেবে।

তার আগেই দুই জন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাফুফে-একজন গোলরক্ষক কোচ রায়ান ডেভিড স্যান্ডফোর্ড, অন্যজন ষ্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ জন হুইটেল। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জরুরি সভায় এ দুই কোচকে স্বল্পমেয়াদে নিয়োগ দেয়া হয়েছে।

গোলরক্ষক কোচ রায়ান ডেভিড স্যান্ডফোর্ড বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত আরো ৬ মাস আগে থেকে। ষ্ট্রেন্থ
অ্যান্ড কন্ডিশনিং কোচ জন হুইটেল এসেছেন কয়েকদিন আগে। কিছুদিন আগে থেকে কাজ করছেন বলে গোলরক্ষক কোচকে নিয়োগ দেয়া হয়েছে ৩ মাসের জন্য। আর ষ্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচকে ২ মাসের জন্য। দুই জনের দায়িত্বকাল শুরু এ জানুয়ারি থেকে।
 
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জন হুইটেলকে তার কাজের দক্ষতা বিচার করে নিয়োগকাল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

আরআই/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।