মেসির সমালোচনা করায় বরখাস্ত বার্সা পরিচালক


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

‘মেসি বার্সেলোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু সতীর্থদের ছাড়া মেসি ততটা ভালো পারফর্মার নন!’ – এমন মন্তব্য করে বোমাই ফাটিয়েছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পেরে গ্রাটাকস। আর এর ফলাফল পেতে ২৪ ঘণ্টাও দেরি হয়নি। বরখাস্তই করা হয়েছে বার্সেলোনার এ পরিচালককে।

শুক্রবার রাতে কাতালান এই ক্লাবটির স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে তাকে বরখাস্ত করা হয় গ্রাটাকসকে। শুক্রবার কোপা ডেল রের শেষ আটের ড্র অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে এবং অন্যান্য সতীর্থদের ছাড়া ততটা ভালো খেলোয়াড় নন। তবে অবশ্যই মেসি সেরা খেলোয়াড়। শুধু এটাই।’

তবে গ্রাটাকসের বক্তব্য নিয়ে ততটা মাথা ঘামাননি দলের কোচ লুইস এনরিক।  গ্রাটাকসের বক্তব্যে তিনি বলেন, ‘আমি এসব বিষয় খেলার মধ্যে আনতে চাই না। আমি তার কথা শুনেছি। তিনি বলেছেন মেসিই সেরা খেলোয়াড়।’

তবে বার্সেলোনা কর্তৃপক্ষ এটাকে সহজভাবে নেয়নি। শুক্রবার বার্সেলোনার পক্ষে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্রাটাকসের কথা ও আমাদের মতামত এক হতে পারেনি।’

উল্লেখ্য, গ্রাটাকসকে স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও তাকে বার্সেলোনায় রাখছে কর্তৃপক্ষ। তাদের লা মেসিয়া প্রকল্পের ‘মাসিয়া ৩৬০’তে কাজ করবেন তিনি।

আরটি/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।