এখনই পুলকিত হতে চান না মুশফিক


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭

নেতিবাচক তথ্য নয়। সত্য। বাংলাদেশ অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভারতের সাথে ঘরের মাঠে ৪০০ রান করেও হেরেছে। ছয় বছর আগে ২০১০ সালে হ্যামিল্টনে একমাত্র টেস্টে ৪০৮ করেও পারেনি। হেরেছে ১২১ রানে।
 
Babuকাজেই দ্বিতীয় দিন শেষে ৫৪২ রান করেই সব দায়, দায়িত্ব ও কর্তব্য শেষ- তা মানতে নারাজ মুশফিকুর রহীম। তার মূল্যায়ন, একটি জুটিতে রেকর্ড হয়েছে। ‘আমরাও নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার সাড়ে পাঁচশোর দোরগোড়ায়। তারপরও ম্যাচে আমরা চালকের আসনে কিংবা ম্যাচ আমাদের হাতে।’-এমন কথা বলতে নারাজ মুশফিকুর রহিম।

তার কথা, ‘হ্যা, একটা দিন বেশ ভালো কাটলো আমাদের। আমি সন্তুষ্ট। তবে উদ্বেলিত নই। এই একদিন ভালো খেলেই যে আমরা দাবি করবো; অনেক বড় দল হয়ে গেছি। আর কিছু করার তাগিদ নেই- তা নয়। মনে রাখতে হবে খেলার বাকি আছে আরও তিন দিন। এর মধ্যে যে কোন ঘটনাই ঘটতে পারে।’
 
braverdrink
মুশফিকের কথা, ‘এখনই চরম মন্তব্যের সময় আসেনি। সবে দুদিন গেছে। আরও তিন দিন বাকি।’ লক্ষ্য কত? তা নিশ্চিত করে না বললেও মুশফিকের কথা শুনে মনে হলো, তার আশা; দল ৬০০’তে গিয়ে ঠেকুক। তাইতো মুখে এমন সংলাপ, ‘আগামীকাল প্রথম সেশন তথা প্রথমটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি অন্তত আরও ৫০/৬০ রান করতে পারি, সে চেষ্টাই থাকবে।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন