রেকর্ড গড়ে সাকিবের বিদায়


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

ওয়েলিংটনে শুক্রবার এক রেকর্ডময় দিন কাটিয়েছে বাংলাদেশ। আর এর প্রায় সবই এসেছে সাকিবের হাত ধরে। মুশফিকের সঙ্গে দেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়ার পর এককভাবে গড়েছেন দেশের সর্বোচ্চ রানের স্কোর। তবে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করার সুযোগ হাতছাড়া করেছেন এ অলরাউন্ডার। ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর বোল্ড হয়েই ফিরে গেছেন এ তারকা।

নেইল ওয়াগনারের ভালো লেন্থের বলে কাট করতে চেয়েছিলেন সাকিব। ব্যাটে বলে সংযোগ না হওয়ায় বোল্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস খেলে ২১৭ রান করেন। ২৭৬ বলে ৩১টি চারের সাহায্যে এ রান করেন এ অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ৫৪২ রান। সাব্বির ১০ ও মিরাজ ০ রানে উইকেটে আছেন।

braverdrink

এর আগে, আগের দিনের ৩ উইকেটে ১৫৪ রান নিয়ে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমেই টিম সাউদির বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন আগের দিনের সেরা ব্যাটসম্যান মুমিনুল হক। এরপর মুশফিককে নিয়ে রেকর্ড জুটি গড়েন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের রেকর্ডটা নিজেদের করে নিয়ে ৩৫৯ রানে ভাঙেন তারা। তবে ব্যক্তিগত ১৫৯ রান করে বোল্টের বলে ওয়ালটিংকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মুশফিক।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।