তিন হাজারি ক্লাবে সাকিব


প্রকাশিত: ০১:১৭ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

৮ হাজার, ১০ হাজার রান নয়, বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে এখনও টেস্টে তিন কিংবা চার হাজার রানই যেন অনেক কিছু। ওয়ানডেতে চার হাজার রানের মাইফলক স্পর্শ করতে পারলেও টেস্টে তা যেন সুদুর পরাহত।  টেস্টে সর্বপ্রথম ৩ হাজার রান পূর্ণ করেছিলেন সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন। তার ক্যারিয়ার শেষ হয়েছিল ৩ হাজার ২৬ রান করে।

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই ক্লাবে যোগ দিয়েছিলেন তামিম ইকবাল খান। নিজের অগ্রজকেও ছাড়িয়ে গেছেন অনেক আগে। এবার ক্লাবে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করলেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৩ হাজার রান পূর্ণ করা তৃতীয় ব্যাটসম্যান হলেন এই মিডল অর্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট খেলতে নামার আগে সাকিবের নামের পাশে ছিল ২৯২৯ রান। অথ্যাৎ তিন হাজার রান করতে তার প্রয়োজন ছিল। ৭১ রানের। ইনিংসের ৭৯তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনারের কাছ থেকে ১ রান নিয়েই তৃতীয় বাংলাদেশি হিসেবে ৩ হাজার রান পূর্ণ করলেন তিনি।

braverdrink

তামিমের রান ৩৪০৫। হাবিবুল বাশারের ৩০২৬ রান। সাকিবের এ মুহূর্তে রান ৩০০৮। হাবিবুল বাশারকে পেরিয়ে যেতে তার প্রয়োজন আর ১৯ রান। এ রিপোর্ট লেখার সময় সাকিব উইকেটে রয়েছেন ৭৯ রান নিয়ে।

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।