বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ


প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৯ মার্চ ২০১৫

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। এর ফলে ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার মেলবোর্নে বৃষ্টি হতে পারে বলে আশংকা প্রকাশ করে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ধাওয়ান-কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩৮ ওভারে ৩ উইকেটে ভারতের সংগ্রহ করে ১৮৬ রান।
   
বৃষ্টির কারণে দুই দলের সমর্থকদের মধ্যে আতঙ্ক কাজ করছে। বৃষ্টি সংক্রান্ত নকআউট আইনে খেলা সম্পূর্ণ হওয়ার জন্য দু’টো টিমের বিশ-বিশ চল্লিশ ওভার শেষ হওয়া চাই। তা না হলে ম্যাচ চলে যাবে পরের দিন। সে দিনও যদি খেলা না হয়, তাহলে  যারা গ্রুপ লিগ পর্যায়ে বেশি ম্যাচ জিতেছে তারাই সেমিফাইনাল চলে যাবে। তাহলে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনাল না খেলেই ফিরতে হবে দেশে।

এমআর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।