টেস্টে অভিষেক হচ্ছে তাসকিনের!


প্রকাশিত: ০৪:৩১ এএম, ১০ জানুয়ারি ২০১৭

বাংলাদেশের ক্রিকেটে এখন পেস বোলিং এর জোয়ার। এখন রীতিমত দলে ঢুকতে প্রতিযোগিতা করতে হচ্ছে পেস বোলারদের। আর সে পেস বোলিং এর জোয়ারে অন্যতম ঢেউ এর নাম তাসকিন। জাতীয় দলের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্ট খেলা হলেও টেস্ট খেলার স্বপ্নটা অধরাই ছিল এতদিন ডানহাতি পেসারের।

Babuতবে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই তাসকিনের দেখা দীর্ঘদিনের সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে! লাল-সবুজ জার্সির পর এবার জাতীয় দলের সাদা জার্সিতেও অভিষেক হতে চলেছে প্রতিভাবান এই পেসারের। এমনই আভাস মিললো জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকের কথায়। তাহলে সব কিছু ঠিক থাকলে ওয়েলিংটনের বেসিন রিজার্ভের সবুজ উইকেটেই অভিষেক হচ্ছে তাসকিনের।  

এদিকে টেস্ট অভিষেক নিয়ে তাসকিন বলেন, `টেস্ট খেলা আমার বহুদিনের লালিত স্বপ্ন। আর সে স্বপ্ন পূরণের দোরগোড়ায়। ভাবতে খুব ভালো লাগছে। পুলকিত ও রোমাঞ্চ অনুভব করছি। আর এমন ঘাসের উইকেটে অভিষেক হবে, এটা ভেবে আরও ভাল লাগছে।`

braverdrink

টেস্ট খেলা নিয়ে তাসকিন আরও বলেন, `যদিও আমার দীর্ঘ পরিসরের অভিজ্ঞতা কম। মাত্র ১০টি প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা নিয়ে টেস্ট খেলতে যাচ্ছি। কিন্তু আমার মনে হয় আমি পারবো। আর ঘাষের উইকেট দেখেই আবেগতাড়িৎ হয়ে ইচ্ছে মত বল করবো, তা নয়। আমার লক্ষ্য ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করা। অহেতুক আক্রমণাত্মক হতে চাই না।`   

উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি থেকে থেকে ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।