বিপিএলের পারফরমেন্স দিয়েই পাকিস্তান দলে জুনায়েদ খান


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭

শুক্রবার ব্রিসবেনে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঠিক এমন সময়ে মায়ের মৃত্যুর সংবাদ শুনে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গেছেন পাকিস্তান দলের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। ফলে তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ক’দিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে যাওয়া পেসার জুনায়েদ খানকে।

সর্বশেষ বিপিএলে খুলনা টাইটানসের হয়ে খেলে গেছেন জুনয়ায়েদ। ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই পাকিস্তানি।

বাঁ-হাতি ফাস্ট বোলার জুনায়েদ দীর্ঘদিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বাইরে ছিলেন। সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি ২০১৫ সালের ৩১ মে; শ্রীলঙ্কার বিপক্ষে। একই সিরিজে খেলেছেন সর্বশেষ টেস্ট ম্যাচটিও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো তারও এক বছর আগে।

৫২ ওয়ানডেতে ৭৮ উইকেট পাওয়া জুনায়েদ ঘরোয়া ক্রিকেটেও ভালো সময় পার করছিলেন। রোববারই পেশোয়ারের হয়ে ৫০ ওভারের ম্যাচে নিয়েছেন ৩১ রানে ৪ উইকেট। এছাড়া কায়েদে আজম ট্রফিতে মোহাম্মদ ইরফানের সঙ্গে একই দল ‘ওয়াটার এন্ড পাওয়ার ডেভলপমেন্ট অথরিটি’র (ওয়াপদা) হয়ে খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন হয় তাদের দলই।

২০১৫ সালে বিপিএলে দারুণ পারফরম্যান্স দিয়েই পাকিস্তান জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ আমির। এবারও যখন বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করলেন জুনায়েদ খান, তখনই তিনি গত বিপিএলে মোহাম্মদ আমিরের পারফরম্যান্স স্মরণ করেন। আশা করেন, আমিরের মতই তিনি ফিরবেন জাতীয় দলে। অবেশেষে সে স্বপ্নই সত্যি হলো জুনায়েদের।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।