হিগুয়াইন জাদুতে জুভেন্টাসের জয়ের রেকর্ড


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

ইতালিয়ান লিগে রীতিমতো আলো ছড়াচ্ছেন গঞ্জালো হিগুয়াইন। সেই আলোয় আলোকিত হচ্ছে লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসও। রোববার রাতে তোরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে জাদু দেখালেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তার অসাধারণ নৈপুণ্যে জুভিরা হারিয়েছে বোলোনিয়াকে, ৩-০ ব্যবধানে।

এর মধ্য দিয়ে ঘরের মাঠে টানা ২৬তম জয়ের রেকর্ড গড়লো জুভেন্টাস। ২০১৫ সালের আগস্টের পর থেকে ইতালিয়ান সিরি`আর ম্যাচে জুভেন্টাস স্টেডিয়ামে এখনও পর্যন্ত হারেনি তারা।

বোলোনিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো জুভেন্টাস। ১৮ ম্যাচ শেষে তাদের ভাণ্ডারে জমা পড়লো ৪৫ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে চার পয়েন্টে এগিয়ে তারা। আর ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে নাপোলি।

মজার বিষয়, এদিনও জুভিরা জয় পেয়েছে দুই আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়াইন ও পাওলো দিবালার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে। হিগুয়াইন জোড়া গোল করেছেন, ৭ ও ৫৪ মিনিটে। আর দিবালা বোলোনিয়ার জাল কাঁপিয়েছেন ম্যাচের ৪১ মিনিটের মাথায়।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন