ডিসিসি ও সিসিসি নির্বাচনের তারিখ ঠিক করতে বুধবার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৭ মার্চ ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঠিক করার জন্য বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটায় কমিশন সভা বসবে। সিইসি’র সভাপতিত্বে ওই বৈঠকে চার নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তবে বিকালে তফসিল করে ঘোষণা হবে তা কমিশন পর্যালোচনা করে পরে জানাবে বলে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, সিইসির নির্দেশনা পাওয়ার পরই সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের ফোন করে সভার বিষয়টি জানানো হয়। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে কমিশন সভার নোটিস জারি করা হবে।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনে ভোটের তারিখ হবে বলে ইঙ্গিত দিয়েছেন।

২৫ এপ্রিল থেকে ৭ মে’র মধ্যে কমিশন ভোট আয়োজনের উপযুক্ত সময় খুঁজছে বলে আভাস দিয়েছেন ইসি কর্মকর্তারা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।