রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ৪ শিশুসহ আহত ৫
রাজধানীতে মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছে। মুগদায় রাত ৮ টার দিকে একটি ককটেল বিস্ফোরণে একজন আহত হয়। চকবাজারে প্রায় একই সময়ে দুটি ককটেল বিস্ফোরণে আহত হয় চার শিশু।
আহতরা হলেন—সবুজ মিয়া (৩৮), মো. সজীব (১১), মেহেদি হাসান (৯), মো. রাব্বী (১০) ও ছাব্বির হোসেন (১১)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, মুগদার মদিনাবাগ খাজা হোটেলের সামনে রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণের সময় ওই জায়গায় দাঁড়িয়ে থাকা সবুজ মিয়া নামে এক রিকশাচালক আহত হন। তার পিঠে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
সবুজ মিয়াকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন শঙ্কামুক্ত।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, চকবাজারের কামালবাগ মদিনা ফিলিং স্টেশনের সামনে রাত ৮টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে চার শিশু আহত হয়।
আহত শিশুদের সবার পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তাদেরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআরজে