কিউইদের হয়ে ছক্কার রেকর্ড গড়লেন অ্যান্ডারসন


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন কোরি অ্যান্ডারসন। রোববার বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪১ বলে ২ চার ও ১০ ছক্কায় ৯৪ রান করেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।

আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৪টি ছক্কা হাঁকিয়ে সেরার রেকর্ডটি এখন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের দখলে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আজ সে রেকর্ড ছোঁয়ার লড়াইয়ে শেষপর্যন্ত ১০ ছক্কা হাঁকিয়ে থামতে হয়েছে অ্যান্ডারসনকে।

braverdrink

বাংলাদেশের বিপক্ষে ১০ ছক্কা আর ২ চারে ৯৪ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডারসন। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ১০ ছক্কা হাঁকিয়ে ক্রিস গেইলের পাশে  অ্যান্ডারসন। ২০০৭ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটিং দানব গেইল।


এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।