দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ-আফ্রিকা নারী ক্রিকেট দল। এ সিরিজকে সামনে রেখে শনিবার রাতে ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের এ সিরিজ। এরপর ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি চারটি ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

১৬ সদস্যের বাংলাদেশ দল :
রুমানা আহমেদ(অধিনায়ক), জাহানারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, শারমিন আক্তার, ফারজানা হক, নার্গিস আক্তার, খাজিদা-তুল-কুবরা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রিতু মনি, সালমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, লতা মন্ডল।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।