রুবেলের জোড়া আঘাত


প্রকাশিত: ০২:২৯ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় থাকা বাংলাদেশের শুরুটা দুর্দান্ত করলেন টাইগার বোলার রুবেল হোসেন। নিজের দ্বিতীয় ওভারেই জেমস নিশাম ও আগের ম্যাচে দুর্দান্ত শতক হাকানো মানরোকে বিনা রানেই সাজঘরে ফিরিয়ে দিয়েছেন টাইগার এই বোলার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৬ রান।

Babuএদিকে মাঠের লড়াইয়ে এখনো জয়ের স্বাদ না পেলেও মুদ্রা নিক্ষেপের ভাগ্য লড়াইয়ে জিতেই চলেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। সেই শেষ ওয়ানডে দিয়ে শুরু টস জয়ের পালা। এখনো চলছে। থামেনি সে টস জয়ের ধারা। আজ (রোববার) মাউন্ট মুঙ্গানাইয়ের বে ওভালে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও টস জিতেছেন টাইগার অধিনায়ক।

বোঝাই যাচ্ছিল প্রবল বাতাসে টস জিতলে ফিল্ডিং করবেন। টস জেতা মাতও মাশরাফি জানিয়ে দিলেন , ‘আমরা প্রথম ফিল্ডিং করবো। ’ টস জিতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাশরাফির আশাবাদি সংলাপ, আমরা চেস্টা করবো এ ম্যাচে ভাল খেলতে। শেষ ম্যাচে সৌম্য রানে ফিরে আসা একটা স্বস্তির কারণ।’এদিকে আগেই জানা মাশরাফির দলে একটি মাত্র পরিবর্তন। পেসার মোস্তাফিজ। বিশ্রামে। তার বদলে তাসকিন আবার দলে ফিরে এসেছেন।

braverdrink

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান , মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন , নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা ( অধিনায়ক) , তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।