জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হ্যালসলে


প্রকাশিত: ১০:১২ এএম, ১৪ আগস্ট ২০১৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে মুশফিকুর রহিমদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রিচার্ড গ্রান্ট হ্যালসলে। অস্থায়ী ভিত্তিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। আপাতত এক মাসের চুক্তিতে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হওয়ার পরই বাংলাদেশের সঙ্গে পাকাপাকিভাবে চুক্তিবদ্ধ হবেন হ্যালসেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে বাংলাদেশ দল ওয়েষ্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাত্রা করেছে। মুশফিকদের আগেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন নতুন ফিল্ডিং কোচ। বুধবার গভীর রাতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছের তিনি। অন্য কোচদের মতো হ্যালসলের চুক্তিও হবে ২ বছরের জন্য।

জিম্বাবুইয়ান বংশোদ্ভূত হ্যালসল বর্তমানে ইংল্যান্ডে স্থায়ী বাসিন্দা। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৯টি। খেলোয়াড় হ্যালসলের চেয়ে কোচ হ্যালসলই বেশি পরিচিত। ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সানচেক্স কাউনট্রি ক্রিকেট ক্লাবের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতপর ২০০৮ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১১ সালে একই দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন।

উল্লেখ্য, হ্যালসলকে পাওয়ার পর জাতীয় দলের জন্য এখন কেবল একজন ফিজিও খোঁজাই বাকি রয়েছে বিসিবির। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর চলে যাবেন ফিজিও বিভব সিং। তাঁর জায়গায় নতুন কাউকে আনতে হবে। একই সঙ্গে বিসিবি খুঁজছে একাডেমির প্রধান কোচও। সম্ভাব্যের তালিকায় আছেন ইংল্যান্ডের অ্যান্ডি মোলস ও দক্ষিণ আফ্রিকার ডি ব্রুইন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।