পাকিস্তানের সাথেই শেষ টেস্ট জয়াবর্ধনের
কলম্বোয় শুরু হওয়া টেস্টের পর ক্রিকেটের এই ঘরানা থেকে বিদায় নেবেন ৩৭ বছর বয়সী ইতিহাসখ্যাত এই ক্রিকেটার। ক্রিকেট ইতিহাসে মাত্র পাঁচজনকেই দেখেছে যারা টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই করেছেন ১১ হাজার রান। তাদের একজন হলো মাহেলা জয়াবর্ধনে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়েই ১৭ বছরে টেস্ট ক্রিকেটের ইতি টানতে যাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে।
কলম্বো টেস্ট জয় করে মাহেলাকে বিদায় জানানোর ইচ্ছা অধিনায়ক ম্যাথুস বাহিনীর। তিনি বলেন, মাহেলার এই বিদায় মুহূর্তে সবচেয়ে বড় উপহার হতে পারে এই টেস্ট জয় করা। আর আমি মনে করি মাহেলার জন্য এমন একটা বিদায়ই দরকার।
উল্লেখ্য, কলম্বো টেস্ট হবে মাহেলার ১৪৯তম টেস্ট ম্যাচ। আর এই মাঠে ২৬টি টেস্ট খেলে করেছেন ২৮৬৩ রান। সঙ্গে ১১টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরির মালিক তিনি।