পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৭ মার্চ ২০১৫

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইউনুস আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার সিনজেনটা ওষুধ কোম্পানির অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি বোমা, অবিস্ফোরিত বোমার আলামত, দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেন যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই বিধান। তিনি জানান, মঙ্গলবার ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কের যশোরের পাঁচবাড়িয়া এলাকায় এক দল ডাকাত রাস্তার গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা মুহুর্মুহু বোমা বিস্ফোরণ ও গুলি ছোঁড়ে। প্রায় ১৫মিনিটি চলে এ ঘটনা ঘটে।

আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে পুলিশ সেখানে এক ডাকাতের লাশ পরে থাকতে দেখে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে পুলিশ নিহত ডাকাত ইউনুসের পরিচয় নিশ্চিত করে। নিহত ডাকাতের বাড়ি কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামে। এসআই বিধান আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত হাত বোমা, বিস্ফোরিত বোমার আলামত, রামদা, ২টি শাবল, ১টি কুড়ালসহ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।