চুয়াডাঙ্গায় ভাতিজাদের আক্রমণে চাচা নিহত


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১৭ মার্চ ২০১৫

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রি পাড়ায় চায়ের বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৪০)। জানা গেছে, তার ভাতিজাদের আক্রমণে তিনি নিহত হন। এই সংঘর্ষে ভাতিজা শহিদুল ইসলাম (৩৮) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত আব্দুস সালাম উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রী পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৯ টার দিকে আব্দুস সালাম বকেয়া ১৫২ টাকা আব্দুল বারিকের দোকানে দেওয়ার জন্য যায়। এসময় টাকা দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মৃত দাউদ আলীর ছেলে শহিদুল ইসলামের সাথে কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে শহিদুল, তার ভাই মহিদুল ও আসাদুল একত্রিত হয়ে আব্দুস সালাম ও তার ভাই কালামের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে আব্দুস সালাম ও শহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সালাম মারা যান এবং শহিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জীবননগর থানার ওসি হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।