উয়েফার বর্ষসেরা দলে মেসি


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

উয়েফার বর্ষসেরা দলে নাম লেখালেন লিওনেল মেসি। প্রায় সাড়ে ৬ লাখ ভক্ত ভোট দিয়ে এ দল নির্বাচিত করেছেন। এই দলে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। সব থেকে বেশি ১১ বার উয়েফার বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন এই পর্তুগিজ।
 
দলটির দিকে তাকালে দেখা যাবে, দলটিতে আধিপত্য করছে লা লিগার ফুটবলাররা। তিন ফরোয়ার্ডের সঙ্গে মাঝমাঠে জায়গা করে নিয়েছেন রিয়ালের লুকা মডরিচ ও টনি ক্রস এবং বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা।

রক্ষণভাগের চার জনের দুজনই রিয়াল ও বার্সেলোনার খেলোয়াড়। সার্জিও রামোস সঙ্গে রয়েছেন জেরার্ড পিকে। এছাড়া রক্ষণে আছেন বায়ার্ন মিউনিখের জেরোম বোয়েটাং ও জুভেন্টাসের লিওনার্দো বোনুচ্চি।

উয়েফার বর্ষসেরা দল : লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, জিয়ানলুইজি বুফন, জেরোম বোয়েটাং, জেরার্ড পিকে, সার্জিও রামোস, লিওনার্দো বোনুচ্চি, লুকা মডরিচ, টনি ক্রস, আন্দ্রেস ইনিয়েস্তা, আন্টোনিও গ্রিজমান।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।