কিংবদন্তীদের পাশে স্টিভেন স্মিথ


প্রকাশিত: ০৯:২২ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

ক্যারিয়ারের প্রথম ৫০ টেস্টে ৬০ বা তার বেশি ব্যাটিং গড় টেস্ট ইতিহাসে ছিল স্যার ডন ব্র্যাডম্যান, জ্যাক হবস ও হার্বার্ট সুটক্লিফের মতো কিংবদন্তীদের। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৯ করে স্মিথ নাম লেখালেন তাদের পাশে।

এখন স্মিথের মোট রান ৪ হাজার ৭৫২। টেস্টে তার গড় ৬০.১৬! ক্যরিয়ারের প্রথম ৫০ টেস্টে স্যার ডন ব্র্যাডম্যানের গড় ছিল ৯৯.৮৫, হবসের ৬১.২৮, হার্বার্ট সুটক্লিফের ৬১.৬৭।

ক্যারিয়ারের প্রথম ৫০ টেস্টে স্মিথের চেয়ে বেশি রান আছে শুধু মাত্র দুজন ব্যাটসম্যানের। তারা হলেন- স্যার ডন ব্র্যাডম্যান (৬ হাজার ৭৯০, গড় ৯৯.৮৫) এবং সুনীল গাভস্কার (৪ হাজার ৯৪৭, গড় ৫৭.৫২)।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।