ধোনিই আমার অধিনায়ক : কোহলি


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

সাদা পোষাকে অবসর নিয়ে আগেই বিরাট কোহলির হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার হটাৎ করেই সরে দাঁড়ালেন ওয়ানডে আর টি টোয়েন্টির অধিনায়কত্ব থেকে। তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনো সীমিত ওভারের ক্রিকেট খেলবেন  ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।

এদিকে ধোনির অবসরের পর অনেকে অনেক মন্তব্য করলেও ভারতের সাদা পোষাকের অধিনায়ক অনেকটাই চুপ ছিলেন। অবশেষে মুখ খুললেন। আর জানালেন, `ধোনি ভাই সব সময়ই আমার অধিনায়ক`।     

ধোনির অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে এক টুইট করে কোহলি জানান, ‘সবসময় তরুণ ক্রিকেটারদের পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তারা সর্বদা তোমাকে পাশে পেতে চায়। আর তুমি সবসময়ই আমার অধিনায়ক হয়েই থাকবে ধোনি ভাই।’


এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। এরপর ভারতের সাদা পোশাকের ম্যাচে নেতৃত্ব দিতে থাকেন কোহলি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটের সফল ক্রিকেটার ধোনি ভারতের হয়ে ২৮৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া ১৯৮৩ সালের পর তার নেতৃত্বেই ভারত দল ২০১১ ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপটিও ভারত ঘরে তোলে ধোনির নেতৃত্বেই। ২০১৩ সালে জিতেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্ব ক্রিকেটে ধোনিই একমাত্র অধিনায়ক, যিনি জয় করেছেন আইসিসির সবগুলো ট্রফি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।